সিরিজ বোমা হামলার প্রতিবাদে কাজিপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বিএনপি জামায়াত মদতপুষ্ট নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি কর্তৃক ২০০৫ সালের ১৭ আগষ্ট সারাদেশে একযোগে ঘৃণ্য ও নারকীয় সিরিজ বোমা হামলার প্রতিবাদ ও বিচারের রায় কার্যকর করার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কাজিপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার ১৭ আগষ্ট দুপুরে কাজিপুর উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে মিছিল সহযোগে বিক্ষোভ প্রদর্শন শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আলী খান। বিশেষ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উজ্জ্বল কুমার ভৌমিক। পৌর আওয়ামী লীগের সভাপতি জি এম তালুকদার। উপজেলা যুবলীগের সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত উল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদার, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।