বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইসেন্স ব্যতীত ভাটা পরিচালনা করায় কুড়িগ্রামের ৫টি ভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন উল্লাপাড়ায় পানি নিষ্কাশনের দাবীতে রাস্তা অবরোধ করে মানববন্ধন আগামী ৭ দিনের মধ্যে হৃদয় এর লাশ পরিবারের নিকট হস্তান্তরের দাবি ভারত থেকে ফল আমদানি বন্ধ দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত শেষ,৫৯ তম বিশ্ব ইজতেমার তারিখ ঘোষণা ইজতেমা ময়দানে চলছে হেদায়েতি বয়ান,আখেরী মোনাজাত দুপুর ১২ টায় ইজতেমায় আরও দুই মুসল্লীর মৃত্যু ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো সব জায়গায় রয়ে গেছে,কারামুক্ত মাওলানা মহিবুল্লাহ ভাঙ্গুড়ায় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জয়পুরহাটে অর্ধেক দামে পিয়াজ আলু বিক্রি, উপকৃত সাধারণ মানুষ

সুষ্ঠু নির্বাচনের আশায় নির্বাচনী ট্রেনে উঠেছে রেজাউর রাজী স্বপন

রিপোর্টারের নাম : / ৭৬ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩

মো. আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদাতা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে নির্বাচন কমিশনের এবং জেলা রিটার্নিং কর্মতার এমন প্রতিশ্রুতিতে এবার সুষ্ঠু নির্বাচনের আশায় নির্বাচনী ট্রেনে উঠেছে জাতীয়পার্টি।

বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও-১ আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী রেজাউর রাজী স্বপন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে মনোনয়ন জমা দিয়ে জেলা জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

এবারে সুষ্ঠু নির্বাচন হবে বলে নির্বাচনী ট্রেনে উঠেছেন। তাহলে বিগত নির্বাচনগুলো কি সুষ্ঠু নির্বাচন ছিলোনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাতীয় রেজাউর রাজী বলেন, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচন সহ এর মধ্যে গত উপ-নির্বাচনগুলো ও স্থানীয় নির্বাচন কোনটায় সুষ্ঠু হয়নি। দেশবাসী জানি এবং গণমাধ্যমের মাধ্যমেও এটা জানা গেছে। এবার সুষ্ঠু নির্বাচন হবে বলে তিনি বিশ্বাস করেন।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ের যত উন্নয়ন হয়েছে এগুলো সব জাতীয় পার্টির উন্নয়ন। এ আসনটি মূলত জাতীয় পার্টি সমর্থিত আসন। এখানে জোট মহাজোটের কারনে এতদিন আমরা নির্বাচন করিনি। এবারে নির্বাচনে অংশগ্রহণ এবং জয়ের ব্যপারে আমরা শতভাগ আশাবাদি।

এদিকে মনোনয়ন জমা দিয়ে জাকের পার্টির মনোনিত ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মাহাবুবুর রহমান বলেন, আমরা নির্বাচনমুখী দল ও একটি দুর্নীতি মুক্ত দল। একটি স্বচ্ছ ও অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে গোটা বিশ্ব তাকিয়ে আছে। আমরা প্রশাসনের কাছে প্রত্যাশা করি একটা অবাধ ও ‍সুষ্ঠু নির্বাচন যাতে হয়। যেন ২০১৪ এবং ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মতো না হয়। কালোটাকা ও পেশিশক্তির নির্বাচন যেন না হয়। সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যপারে আশাবাদী তিনি।
২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনের মতো নির্বাচন কেন চাননা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী জানে।

জেলা নির্বাচন অফিসের তথ্য মতে ঠাকুরগাঁও-১,২ ও ৩ আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ইসলামি ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি ও স্বতন্ত্র সহ মোট ২২ জন মনোনয়ন ক্রয় করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ৩ জনের মনোনয়ন দাখিলের খবর পাওয়া গেছে। বিকাল সাড়ে চারটার দিতে মোট কতজন মনোনয়ন শেষ দিনে দাখিল করলেন তা জানানো হবে বলে গণমাধ্যমকর্মদের জানানো হয়।

জেলা রিটার্নি কর্মকর্তা ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান বলেন,অবাধ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন প্রস্তুত রয়েছে। নির্বাচনী আচরণবিধি যদি কেউ লঙ্ঘন করে তাহলে তার জন্য যা ব্যবস্থা তা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর