স্বাধীন ফিলিস্তিনের দাবিতে ছাত্রলীগের মিছিল-সমাবেশ
বাংলাদেশে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থী ইসহাক আহমেদ সমাবেশে উপস্থিত থেকে তাঁদের প্রতি অত্যাচারের বিরুদ্ধে কথা বলার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন জবি ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক আকতার হোসাইন। সকাল ১১টা ৪৫ মিনিটে শহীদ মিনার থেকে মিছিলটি শুরু হয়। তারপর কাঁঠালতলা, বিজ্ঞান অনুষদ, শাঁখারি বাজার, রায়সাহেব বাজার মোড় ঘুরে বাহাদুর শাহ পার্কের পাশ দিয়ে এসে ভিসি ভবনের সামনে শেষ হয়। মিছিল শেষে ভিসি ভবন চত্বরে সমাবেশ করেন তাঁরা।
নীলফামারী জেলা ছাত্রলীগের উদ্যোগে দুপুরে নীলফামারী সরকারি কলেজ চত্বর থেকে পদযাত্রা শুরু হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর সুপার মার্কেটের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি জয়দেব রায়, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ। বক্তারা ফিলিস্তিনের জনগণের ওপর চলমান ইসরায়েলের হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবি জানান।
দুপুর ১২টার দিকে ফরিদপুর শহরের বায়তুল আমান সরকারি রাজেন্দ্র কলেজ চত্বর থেকে পদযাত্রাটি শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা ছাত্রলীগ। পরে রাজেন্দ্র কলেজের ডিগ্রি শাখায় ছাত্র সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, শহর ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) ছাত্রলীগ গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করে। একাডেমিক ভবন প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে এসে পদযাত্রাটি শেষ হয়। জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের সঙ্গে তারা ফিলিস্তিনের পতাকাও উত্তোলন করে।
এর পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল্লাহর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সভাপতি ফরিদুল ইসলাম বাবু। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামাল হোসেন, সহকারী প্রক্টর ড. মাসুদ রানাসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) পদযাত্রা ও পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।
দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে প্রশাসন ভবন, দেবদারু রোড, বিজয় সড়ক এবং জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিডিয়া চত্বরে এসে শেষ হয়। পরে বাংলাদেশের পতাকার সঙ্গে স্বাধীন ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন বেরোবি শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। এ সময় তিন শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের পদযাত্রা বঙ্গবন্ধু স্কয়ার থেকে শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে গিয়ে শেষ হয়। পরে কলেজ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ হয়। সেখানে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বাংলাদেশের পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন।
সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন, কলেজ ছাত্রলীগের সভাপতি জুবায়ের মাহমুদ শ্রাবণ প্রমুখ।
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন কালের কণ্ঠ’র ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, নীলফামারী, ফরিদপুর ও ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংবাদদাতা]