শুক্রবার, ০২ মে ২০২৫, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুটির শিল্প মেলার আড়ালে চলতো জুয়া, মধ্য রাতে বন্ধ করে দিলো পুলিশ মে দিবসে একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের সেবা প্রদান কাজিপুরে মহান মে দিবস উপলক্ষ্যে আলোচনা সভা  উল্লাপাড়ায় জাতীয় ও আন্তর্জাতিক মহান মে দিবস পালিত গাজীপুরস্থ বরিশাল একতা ক্লাবের আত্ম প্রকাশ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বেনাপোল – যশোর সড়কের শতবর্ষী ঝুঁকিপূর্ণ গাছ কাটার নির্দেশ জয়পুরহাটে বাহাস নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায় প্রথম হলেন কুড়িগ্রামের রাদ লালমনিরহাটে খোলা ভোজ্যতেলের ক্ষতিকর বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নয়া পল্টনে শ্রমিক সমাবেশ সফল করতে কোনাবাড়ী থানা বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত

হেফাজতের সাবেক নেতা মাওলানা জহুরুলের ইন্তেকাল

অনলাইন ডেস্ক: / ২৮১ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

হেফাজত ইসলাম ও ইসলামী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাবেক সভাপতি আলহাজ মাওলানা জহুরুল হক ইন্তেকাল করেছেন।  বুধবার ( ১০ মে) বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ মাদরাসায় মারা গেছেন এই আলেম। (ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজেউন)। তার বয়স হয়েছিল ১০৬ বছর।

দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন হেফাজত ইসলামের এ সাবেক নেতা।প্রখ্যাত এ আলেমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বড় ছেলে মাওলানা মো. নিজাম উদ্দীন।

তিনি বলেন, আমার বাবা দীর্ঘদিন ফরিদপুর ডায়বেটিকস হাসপাতালে ভর্তি ছিলেন। বুধবার দুপুরে হাসপাতাল থেকে এনে তাকে তার মাদারাসার কক্ষে রাখা হয়েছিল। সেখানেই বিকাল সাড়ে ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। বৃহস্পতিবার (১১ মে) বাদ জোহর ফরিদপুরের সালথা উপজেলার পুরুরা মাদরাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে।

তিন ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন মাওলানা জহুরুল হক।

অর্ধশতাব্দী কালের বেশি সময় ধরে ইসলাম প্রসারে জীবন উংসর্গ করে দিয়ে অবশেষে চিরবিদায় নিলেন দক্ষিণাঞ্চচলের এই বর্ষীয়ান আলেম।

মাওলানা জহুরুল হক একাধারে ফরিদপুরের সালথা উপজেলার ঐতিহ্যবাহী পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসার মুহতামিমের দায়িত্বও পালন করেছেন।

জানা গেছে, প্রবীণ এই আলেম সামচুল হক ফরিদপুরীর খলিফা ছিলেন। তিনি ফরিদপুর জেলা হেফাজত ইসলাম ও জেলা ইসলামী ঐক্যজোটের সভাপতির দায়িত্ব পালন করেছেন প্রায় ১০ বছর। স্বাধীনতা ঘোষণা হওয়ার পর সালথার ভাওয়াল ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। তার একান্ত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় পুরুরা আল জামিয়াতুল আরাবিয়া নিজামুল উলুম মাদরাসা। ওই মাদারাসায় মুহতামিম হিসেবে প্রায় ৭০ বছর দায়িত্ব পালন করেন। তার কাছে পড়াশোনা করে হাজারো ছাত্র আলেম হয়েছেন। যে কারণে তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি আলেম সমাজেও শোকের ছায়া নেমে এসেছে।

মাওলানা জহুরুল হকের মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক এবং নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া গভীর শোক প্রকাশ করেছেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর