মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
সিরাজগঞ্জে বৃক্ষপ্রেমী শহিদুলের নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছ বিতরণ সিরাজগঞ্জে চাঞ্চল্যকর ডাকাতি ঘটনার রহস্য উদঘাটন!চার ডাকাত আটক উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা উদ্বোধন ভূরুঙ্গামারীর সীমান্তে দু’দেশের সীমান্ত রেখার মসজিদের সামনে বিএসএফ’র সিসি ক্যামেরা ভাঙ্গুড়ায় সদর ইউনিয়ন বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক আবদুল হাকিম কে বিদায় সংবর্ধনা প্রদান সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নে কৃষকদলের কৃষক সমাবেশ বশেমুরকৃবি’তে অ্যাক্রেডিটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত বশেমুরকৃবি’তে অ্যাক্রেডিটেশন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত সলঙ্গা বাজারে যানজট নিরসনে গ্রাম পুলিশ

৫০০ কোটি টাকার তেল-ডাল-গম কিনছে সরকার

রিপোর্টারের নাম : / ১৪৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য ১ কোটি ৬০ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই সঙ্গে ৮ হাজার টন মসুর ডাল ও ৫০ হাজার টন গম কেনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। এসব কেনাকাটায় খরচ হবে ৪৮৯ কোটি ৪০ লাখ ৪৮ হাজার টাকা। বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ক্রয় প্রস্তাবগুলো অনুমোদন করা হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. আমিন উল আহসান এসব তথ্য জানান।

আমিন উল আহসান সাংবাদিকদের বলেন, অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদনের জন্য ৪টি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় কমিটিতে উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্যে ১৬টি ছিল অ্যাজেন্ডাভুক্ত ও কয়েকটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়। সব প্রস্তাবই অনুমোদন দেওয়া হয়েছে।

আমিন উল আহসান জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে চলতি ২০২৩-২৪ অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে তুরস্কের আরবেল বাকলিয়াত হুবুবাত সান্তিক এএস কুমহুরিয়াতের কাছ থেকে ৭১ কোটি ৯৪ লাখ টাকায় ৮ হাজার টন মসুর ডাল কেনার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এই মসুর ডাল কিনবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন সংস্থা টিসিবি।

অপর এক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২৪ অর্থবছরে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের কাছ থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে ব্যয় হবে ১২৭ কোটি ৫৬ লাখ টাকা।

এ ছাড়া সয়াবিন তেল ক্রয়ের আরও একটি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হয়। এতে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে বসুন্ধরা মাল্টি ফুড প্রোডাক্টসের কাছ থেকে ৮০ লাখ লিটার সয়াবিন তেল কেনার প্রস্তাব অনুমোদিত হয়। এতে মোট ১২৭ কোটি ৪ লাখ টাকা ব্যয় হবে।

বৈঠকে খাদ্য অধিদপ্তর কর্তৃক উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১–এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন গম কেনার অনুমতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের অ্যাগ্রোক্রোপ ইন্টারন্যাশনালের কাছ থেকে এই গম কিনতে লাগবে ১৬২ কোটি ৮৬ লাখ ৪৮ হাজার ২৫০ টাকা।

কানাডা থেকে কেনা হবে সার

রাষ্ট্রীয় চুক্তির আওতায় কানাডিয়ান কমার্শিয়াল করপোরেশন থেকে দুই দফায় (লটে) মোট এক লাখ টন মিউরেট অব পটাশ (এমওপি) সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে খরচ হবে ৩৪৭ কোটি ৪৩ লাখ টাকা। বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই সার কিনবে।

মো. আমিন উল আহসান জানান, এদিন সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে আরও কিছু ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়েছে। এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার বিভাগ ও বিদ্যুৎ বিভাগের তিনটি করে, বাণিজ্য মন্ত্রণালয়ের দুটি এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের একটি করে প্রস্তাব।

ক্রয় কমিটির অনুমোদিত ১৭টি প্রস্তাবে সব মিলিয়ে ব্যয়ের পরিমাণ দাঁড়াবে ৫ হাজার ২১২ কোটি ৬৮ লাখ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর