সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
সলঙ্গায় খড়ের পালায় আগুন থানায় অভিযোগ ভাষা শহিদদের স্মরণে বেনাপোল বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি যশোরের নাভারন থেকে ১ কোটি ৫৭ লাখ টাকার ভারতীয় রুপার অলংকারসহ আটক-০২ প্রান্তিক পর্যায়ের পঞ্চাশ হাজার অসহায় মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে ভয়েস অব কাজিপুর  কাঁঠালবাড়িতে প্রতিবন্ধী শিশুদের সহায়তার জন্য কার্যকর সমাধান নিয়ে সংলাপ অনুষ্ঠিত ৫ আগস্ট না হলে শিক্ষা ব্যবস্থা ও দেশ ধ্বংস হয়ে যেত রফিকুল ইসলাম বাচ্চু গাকৃবিতে আন্ত:অনুষদ ও আন্তঃহলের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত গাজীপুরে দুর্নীতিবাজ ভূমি কর্মকর্তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বারি’তে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ব্রিতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আখেরি মোনাজাতে শেষ হলো পাঁচদিনের জোড় ইজতেমা

রিপোর্টারের নাম : / ২২ বার পড়া হয়েছে।
সময় কাল : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪

গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের টঙ্গী তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো শুরায়ে নেজামের পাঁচদিনের জোড় ইজতেমার আনুষ্ঠানিকতা।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ৯ টা ৫ মিনিটে শুরু হওয়া মোনাজাত শেষ হয় ৯ টা ২০ মিনিটে। পনের মিনিটের এই মোনাজাতে দেশের কল্যাণ,শান্তি,  নিরাপত্তা, ও মুক্তি কামনা করা হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন,আল্লাহুমা আমিন
ধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।
হাজারো মানুষের কাঙ্ক্ষিত এই মোনাজাত পরিচালনা করেন বিশ্ব ইজতেমার শীর্ষ মুরব্বি মাওলানা ইব্রাহিম দেওলা। বিষয়টি নিশ্চিত করেন  তাবলীগের শুরায়ে নেজামের  (মাওলানা জোবায়েরের অনুসারীদের) মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। তিনি বলেন এর আগে সমবেত মুসল্লীদের উদ্দেশ্যে হেদায়েতি বয়ান করেন ভারতের (বোম্বে) মাওলানা আব্দুর রহমান। তরজমা করেছেন মাওলানা আব্দুল মতিন।
এছাড়াও যারা আল্লাহপাকের রাস্তায় তাবলীগে বের হবেন তাদের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য দেয়া হয়।
আখেরি মোনাজাতে অংশ নিতে চিল্লাহধারী মুসল্লী ছাড়াও ঢাকা, গাজীপুর, টঙ্গী ও আশুলিয়াসহ আশে পাশের হাজার হাজার মুসল্লীরা সকাল থেকে ইজতেমা ময়দানে জড়ো হন।
জোড় ইজতেমায় ৫ দিনে ৪ মুসল্লীর মৃত্যু:  জোড় ইজতেমা চলাকালে ৪ জন মুসল্লী মারা যায়। তারা হলেন,  সিরাজগঞ্জ সদর থানার মো: শহিদুল ইসলাম (৬৫),  ফরিদপুর জেলার নগরকান্দা থানার দুলালী গ্রামের বাসিন্দা আব্দুল হাকিম আকন্দ (৭২), রংপুর জেলার কোতোয়ালি থানার বৌরাগীপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে হায়দার আলী (৩৫) ও  দিনাজপুর সদর থানা শহরের মস্তপুর গ্রামের মৃত গোলাম মোস্তফা এর ছেলে কাউসার আলী (২৮)।
উল্লেখ্য ২০২৫ সালে দুইধাপে  বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারী পর্যন্ত এবং দ্বিতীয় ধাপে ৭ থেকে ৯ ফেব্রুয়ারী পর্যন্ত অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর