শিরোনামঃ
আবার হলো দেখা
এক বছর পর আজ দেখলাম তোমায় বদলে যাওনি একটুও আছো আগের মতোই,
কাজল কালো চোখ দুটি মুখে তার হাসি মন চায় তোমার কাছে বারবার ছুটে আসি।
অনেক কথা বললাম আমি তাহার সনে দেখি আমি সে চেয়ে আছে আমার চোখের প্রানে।
অজানা অনেক কথা হলো আমার জানা আজ বুঝি পূর্ণ হলো আমার মনের বাসনা।
জানলাম পৃথিবীটা বড় স্বার্থপর অর্থের লোভে আপন হয় যে পর।
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর