সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

ইসলাম গার্মেন্টস লিঃ ইউনিট- ২ বন্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিবেদকঃ / ২৫ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন
এলাকায় বে-আইনি ভাবে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে কাজ বন্ধ রাখার অভিযোগে ইসলাম গার্মেন্টস লিঃ ইউনিট- ২ অনির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) কারখানার মূল ফটকে
বন্ধের নোটিশ সাটিয়েদেন কর্তৃপক্ষ। নোটিশে জানানো হয় কর্তৃপক্ষ বাধ্য হয়ে কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণের নিরাপত্তা এবং কারখানার সম্পত্তি ও জানমাল রক্ষার্থে আগামী শনিবার ৩০ নভেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছে।
জানাযায়,গত ৩১ অক্টোবর হইতে কারখানায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টির কারণে চলতি মাসের ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত শ্রম আইন অনুযায়ী বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ এবং  ৯ নভেম্বর পরিস্থিতি স্বাভাবিক হলে পূনরায় কারখানা চালু করা হয়। কিন্তু গতকাল ২৭ নভেম্বর থেকে পূনরায় শ্রমিকরা বে-আইনি ভাবে কারখানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করলে আবারও বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ।
ইসলাম গার্মেন্টস লিঃ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম জানান, শ্রমিকরা পূনরায় অযৌক্তিক দাবি করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, শ্রমিকরা বিশৃঙ্খলা করেছে এমন অভিযোগে ইসলাম গার্মেন্টস লিঃ ইউনিট-২ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর