উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসের চাপাঁয় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাসচাপায় নজরুল ইসলাম নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরে তিন জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১০ টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, সকালে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বালসাবাড়ি বাসষ্টান্ডে পৌছালে প্রথমে একটি ইজিবাইকে ধাক্কা দেয় পরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল চালককে চাপা দিলে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই শফিকুল ইসলাম জানান, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌছালো একটি ইজিবাইককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যায়। এ সময় ইজিবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থায়নীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।