উল্লাপাড়ায় রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ উৎসব ২০২৫
আল-আমিন, উল্লাপাড়া :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত ও ঐতিহ্যবাহী রফিকুল ইসলাম খান পানসি নৌকা বাইচ উৎসব ২০২৫ ।
আগামী ৫ ও ৬ অক্টোবর (রবিবার ও সোমবার) দুপুর ২টা থেকে সোনতলা ব্রীজ সংলগ্ন নদীপাড়ের মনোরম পরিবেশে অনুষ্ঠিত হবে এ মহোৎসব।
প্রতিবছরই এ অঞ্চলে নৌকা বাইচ ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এবারও আয়োজনকে কেন্দ্র করে নদীপাড়জুড়ে স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজক কমিটি জানিয়েছে, খেলাধুলা ও বিনোদনের পাশাপাশি গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার লক্ষ্যে তারা প্রতিবছরের মতো এ উৎসব আয়োজন করে থাকে।
আকর্ষণীয় পুরস্কার:
প্রতিযোগীদের জন্য এবারের উৎসবে থাকছে দৃষ্টিনন্দন পুরস্কারের সমাহার।
১ম পুরস্কার: ১০০ সিসি মোটরসাইকেল
২য় পুরস্কার: ৮০ সিসি মোটরসাইকেল
৩য় পুরস্কার: রেফ্রিজারেটর
৪র্থ পুরস্কার: রেফ্রিজারেটর
এছাড়াও উৎসবে অংশ নেওয়া প্রত্যেক নৌকা প্রতিযোগীকে সম্মাননা হিসেবে একটি করে ২৪ ইঞ্চি এলইডি টিভি প্রদান করা হবে।
আয়োজন কমিটির সেক্রেটারি মোঃ আশরাফুল আলম মোত্তালিব এক বিবৃতিতে জানিয়েছেন, এই উৎসব শুধু বিনোদন নয়, এটি আমাদের গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। নৌকা বাইচ আমাদের লোকজ সংস্কৃতিকে ধারণ করে, যা মানুষকে আনন্দ দেয়, ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে।
অন্যদিকে স্থানীয়রা বলছেন, প্রতিবছর এ উৎসব ঘিরে করতোয়া নদীপাড়ে লাখো মানুষের সমাগম ঘটে। বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই উপস্থিত হয়ে এ প্রতিযোগিতা উপভোগ করেন। শুধু খেলাধুলা নয়, নৌকা বাইচকে ঘিরে মেলা বসে যায় নদীর দুই পাড়ে। বিক্রেতাদের পসরা, খাবারের দোকান, খেলনা আর লোকজ সংস্কৃতির নানা উপকরণ মেলার আবহে বাড়তি আনন্দ যোগ করে।
উৎসবকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসনও প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানা গেছে। আয়োজকরা জানিয়েছেন, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবক দল কাজ করবে।
গ্রামীণ ঐতিহ্যের অনবদ্য এ উৎসব কেবল উল্লাপাড়াই নয়, আশপাশের উপজেলাতেও ব্যাপক সাড়া ফেলেছে। দুই দিনব্যাপী নৌকা বাইচ উৎসব নিঃসন্দেহে হয়ে উঠবে এ অঞ্চলের মানুষের মিলনমেলা ও আনন্দ-উৎসবের এক বিশাল আয়োজন।
জরুরী প্রয়োজনে:
মো: আশরাফুল আলম মোত্তালিব
মোবাঃ ০১৭১২-৫৪৭৯৩২
মোঃ আব্দুল বারী
মোবাঃ ০১৭১১-৯৩২১৮৮
এস.এম আল আমিন হোসেন
মোবাঃ ০১৭১১-১৫১৭১৩








