উল্লাপাড়ায় জামাত বিএনপির অতর্কিত হামলার প্রতিবাদে ছাত্রলীগের মানববন্ধন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ বৃহস্পতিবার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে জামাত বিএনপির সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করায় মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে ৷ গতকাল বুধবার রাত নয়টার দিকে শহরের থানা সড়কের হাটখোলা সড়কের কাছাকাছিতে তার উপর হামলা চালিয়ে আহত করা হয়৷ উপজেলা ছাত্রলীগের আয়োজনে সভাপতি সারোয়ার হোসেন সবুজের সভাপতিত্বে দুপুর সাড়ে বারোটায় শহরের গুলিস্থান এলাকায় এ মানবন্ধন ও প্রতিবাদ সভা হয় ৷
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা , উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম শাহ আলম , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান প্রমুখ ৷
প্রায় আধা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় ছাত্রলীগের নেতা কর্মীগণসহ উপজেলা আওয়ামী লীগ , যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীগণ অংশ নেন ৷ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মাহমুদ সরকারকে হামলা চালিয়ে আহত করার ঘটনায় মডেল থানায় তার ভাই আল আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন ৷