উল্লাপাড়ায় তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার উদ্বোধন
চাষাবাদে আধুনিকায়ণ,উন্নত কলা-কৌশল ও নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিতি করার লক্ষ্যে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা কৃষি অধিদপ্তর তিন দিনব্যাপী কৃষি-প্রযুক্তি মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শফি।
উদ্বোধন শেষে মেলায় অংশ নেয়া বিভিন্ন স্টল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কমকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণের উপপরিচালক কৃষিবিদ বাবুল কুমার সুত্রধর, উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না,মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উল্লাপাড়া পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা সহ বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা এতে অংশ গ্রহন করে।এ মেলায় প্রায় ১৮ টি স্টল অংশ পেয়েছে।