উল্লাপাড়ায় নিজস্ব অর্থায়নে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ার দূর্গানগর ইউপি চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে গরীব অসহায় কর্মহীন পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে ।
শনিবার সকাল ১০ টায় উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদ চত্বরে দুই শতাধিক গরীব, অসহায় এবং কর্মহীন পরিবারের মাঝে ঈদ সামগ্রী ‘উপহার’ হিসেবে বিতরণ করেন দূর্গানগর ইউপি চেয়ারম্যান আফছার আলী ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না ও ইউপি সদস্যগণ।
উপস্থিত বক্তরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও স্থানীয় এমপি তানভীর ইমাম এর দিক নির্দেশনায় এ বছর ইফতারের টাকায় খাদ্য সামগ্রী কিনে অসহায় , গরীবদের মাঝে বিতরণ করা হচ্ছে।
বিতরণকৃত এসব ‘উপহার’ সামগ্রীর মধ্যে ছিলো– চাল, ডাল, চিনি , সেমাই ও আলু।