উল্লাপাড়ায় বৃহত্তর পাটের গুদামে আগুন লেগে ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভয়াবহ আগুনে পুড়ে গেছে প্রায় ১০ টি পাটের গুদাম।এতে প্রায় ১৭ হাজার মন পাট ও ৬০ হাজার পিছ পাটের বস্তা পুড়ে গেছে। ক্ষতির পরিমান প্রায় ৮ কোটি টাকা বলে জানিয়েছে মালিকপক্ষ।
সোমবার রাত ২ টার দিকে পৌরশহরের ঝিকিড়া পাট বন্দর এলাকার বৃহত্তর পাটের গুদামে এ আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে উল্লাপাড়া ফায়ার সার্ভিস সহ মোট ৮ টি ইফনিট। ৬ঘণ্টার চেষ্টায় মঙ্গলবার সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এবিষয়ে ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক (পাবনা অঞ্চল) সাফিউল হাসান ভূইয়া জানান,অগ্নিকান্ডের ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এতে প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।