কলমের বার্তার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন
অনলাইন নিউজ পোর্টাল কলমের বার্তার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে কোনাবাড়ি সাংবাদিক কার্যালয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় কলমের বার্তা অনলাইন প্রোর্টালের মাধ্যমে জনমানুষের দুঃখ-দুর্দশা ও সত্য প্রকাশের আহবান করেন উপস্থিত অতিথি ও সাধারণ মানুষ। এসময় তারা সত্য প্রকাশে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে কলমের বার্তা অনলাইনের বার্তা সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর সিটি করপোরেশন ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম রহমান।
এসময় আরও বক্তব্য রাখেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনু বারেক, কোনাবড়ি শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভান্ডরী, যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার মুন্নি, সাধারণ সম্পাদক আখি ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।