কাজিপুরের শুভগাছায় আন্তঃ প্রাথমিক স্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন আন্তঃ প্রাথমিক স্কুল বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় ইউনিয়নের ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ শতাধিক কোমলমতি শিক্ষার্থীরা ৪৫ টি ইভেন্টে অংশগ্রহণ করে।
মঙ্গলবার ২৪ মে বীর শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বিএসসি, ইউনিয়ন শিক্ষক সমিতির সভাপতি আহামেদ আলী, সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম। প্রধান শিক্ষক মরিয়ম বেগম, লিপি খাতুন। সহকারী শিক্ষক আমিনুল ইসলাম, আবু ছাইদ, রেজাসহ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এছাড়াও শুভগাছা ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, টিপু, নয়ন প্রমূখ উপস্থিত ছিলেন।