কাজিপুরে আন্তর্জাতিক দুনীতি বিরোধী দিবসে মানববন্ধন
সিরাজজগঞ্জের কাজিপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস এবারের প্রতিপাদ্য “দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব।
শুক্রবার সকালে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় সরকারি কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক- শিক্ষার্থীরা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, বিএনসিসি ও স্কাউট, এনজিওসহ নানা পেশাজীবি মানুষ।
আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি পরিমল কুমার তরফদার, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকার। কমিটির সাধারন সম্পাদক শফিকুল ইসলাম মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বিশেষ অতিথি কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ এর উপাধ্যক্ষ রেজাউল করিম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর থানা অফিসার ইনচার্জ শ্যামল কুমার দত্ত পিপিএম, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃকর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন পারুল প্রমূখ।