সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৬ পূর্বাহ্ন

কাজিপুরে ওসির স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে গ্ৰেফতার ১জন

গোলাম কিবরিয়া খান (কাজিপুর) সিরাজগঞ্জঃ / ১৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

কাজিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষর এবং সিল নকল করে প্রত্যয়ন পত্র তৈরি করার অভিযোগে আবু হানিফ (২৪) নামের এক যুবককে গ্ৰেফতার করেছে পুলিশ। সে উপজেলার চরাঞ্চলের নাটুয়ারপাড়া ইউনিয়নের রেহাইশুরিবেড় গ্ৰামের হারুনর রশীদের ছেলে।

তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতি মামলা দায়ের শেষে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা সুত্রে জানা যায়, ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরুর জন্য থানা পুলিশের প্রত্যয়নের প্রয়োজন হয়। যথারীতি নিয়ম অনুযায়ী আবু হানিফ আবেদন করলেও পুলিশি প্রত্যয়ন দেয়া সম্ভব ছিল না বিধায় আসামি জালিয়াতির আশ্রয় গ্ৰহণ করে ব্যাংকিং অনুমোদন নেয় এবং নাটুয়ারপাড়া এলাকায় কার্যক্রম শুরু করলে রোববার ১৮ ডিসেম্বর তাকে গ্ৰেফতার করা হয়।

এবিষয়ে কাজিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল কুমার দত্ত জানান, নাটুয়ারপাড়ায় ডাচ বাংলা ব্যাংক এর আগেও গ্ৰাহকের টাকা নিয়ে লাপাত্তা হয়েছে, যেহেতু প্রত্যয়নপত্র দেয়া হয়নি, প্রত্যয়ন ছাড়া ব্যাংকিং কার্যক্রম চালু করায় জালিয়াতির বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্ৰেফতার করা হয়েছে। প্রতারণা ও জালিয়াতি মামলা পেনাল কোড ১৮৬০ ধারা ৪২০/৪৬৮/৪৭১/৪৭২/৪৭৬/৩৪ মোতাবেক মামলা দায়ের শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর