শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:১৮ অপরাহ্ন

কাজিপুরে রোকেয়া দিবসে জয়িতাদের বিশেষ সংবর্ধনা

রিপোর্টারের নাম : / ৮২ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩

গোলাম কিবরিয়া খান,স্টাফ রিপোর্টার:সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস -২০২৩ উদযাপন উপলক্ষ্যে পাঁচ জয়িতাকে বিশেষ সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় জয়িতাদের এ বিশেষ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ আয়োজন করে।

মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহার সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে জয়িতাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা পত্র তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার।

এ সময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শানজিদা মুস্তারী ও কাজীপুর সরকারি মনসুর আলী কলেজের উপাধ্যক্ষ রেজাউল করিম প্রমুখ।

জয়িতারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে মাথাইলচাপড়ের রুপালী খাতুন, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী চালিতাডাঙ্গার সোহাগী খাতুন, সফল জননী ক্যাটাগরিতে আমনমেহারের শামসুর নাহার রহমান, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু করা বড়ইতলীর নারগিস খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বেড়িপোটলের রেজওয়ানা শারমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর