কাজিপুরে সরকারি ভাতা উপকারভোগীদের সাথে মতবিনিময়
গোলাম কিবরিয়া খান, কাজিপুর(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
কাজিপুরে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় কাজিপুর সদর ইউনিয়ন এবং পৌর এলাকার ৫ হাজারের অধিক সরকারি ভাতা উপকারভোগীদের সাথে গত ১৪ আগষ্ট মতবিনিময় করেছেন প্রকৌশলী তানভীর শাকিল জয় এমপি। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মাঠে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নিম্ন আয়ের লক্ষ কোটি অসহায়, বৃদ্ধ, বিধবা, স্বামী পরিত্যক্তা, প্রতিবন্ধী, বয়স্ক এবং জেলেদের দুঃখ কষ্ট মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা উপলব্ধি করেন বিধায় আজ আপনারা ভাতা সুবিধার আওতাভুক্ত। আশাকরি, আগামীতে এই ভাতা সুবিধা আরো বৃদ্ধির ব্যবস্থা করা হবে। ইউএনও সুখময় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লব প্রমূখ। সভায় পৌর সভা এবং সদর ইউনিয়নের পাঁচ হাজারের অধিক সংখ্যক ভাতাভোগী ও উপকারভোগী উপস্থিত ছিলেন। এছাড়াও ভাতা সুবিধা প্রদানকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় শেষে প্রধান অতিথির পক্ষ থেকে উপস্থিতিদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।