সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১৪ পূর্বাহ্ন

কাপাসিয়ায় পল্লী বিদ্যুত অফিস ঘেরাও  

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ৬০ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

ভাদ্রমাস তাল পাকা গরম। আর এই গরমের সাথে পাল্লা দিয়ে বেড়েছে ঘনঘন লোডশে‌ডিং। অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। আর এই লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ কাপাসিয়া জোনাল অফিস ঘেরাও করেছে স্থানীয় স্থানীয় জনতা। 
এ ঘটনায় গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি ২ জোনাল অফিস এর এজিএম রিফাত ভুইয়াকে অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা।
গত সপ্তাহব্যাপি জেলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ হয়ে চার শতাধিক মানুষ একত্রিত হয়ে এ বিক্ষোভ করছে। আজ দুপুর ১ টায় কাপাসিয়া শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন পল্লী বিদ্যুত অফিসের সামনে এ ঘটনা ঘটে।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সঞ্জয় সাহা জানান, বর্তমানে বিদ্যুৎ বিভ্রাট শুরু হয়েছে। কিছু লোকজন পল্লী বিদ্যুৎ অফিস এর সামনে বিক্ষোভ করছে। পরিস্থিতিস্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।
বিক্ষোভকারীদের দাবী, ঘনঘন লোড‌শে‌ডিং ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা,বিদ্যুৎ বিল এর অস্থিতিশীলতা, বিদ্যুৎ অফিসের কর্মচারীদের খারাপ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে অতিষ্ঠ হয়ে বিক্ষোভ হচ্ছে। গেল বুধবার দুপুর থেকে টানা ২৪ ঘন্টায় অন্তত ১০ বার ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বিক্ষোভকারী তারেক মিয়া জানান, গত কয়েক সপ্তাহ ধরে চাহিদা মতো বিদ্যুৎ পাচ্ছে না কাপাসিয়া মানুষ। এতে জনজীবনে দুর্ভোগ তীব্র আকার ধারণ করে।
গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি-২ জোনাল অফিসের প্রকৌশলী আনিছুর রহমান বলেন, আমি ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবো।
এ ব্যাপারে গাজীপুর পল্লী বিদ্যুত সমিতি- ২ জোনাল অফিস ডিজিএম রুহল আমীন বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি- ২ অধীনে ২২ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। বিদ্যুতের বরাদ্দ কমে যাওয়ায় কাপাসিয়া উপজেলার ৭ মেঘওয়াট দিতে হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর