কামারখন্দে বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জ-কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিজয় শোভাযাত্রায় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে থেকে জামতৈল রেলওয়ে স্টেশন সংলগ্ন খণ্ড খণ্ড মিছিল নিয়ে কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে পরে বেলা সাড়ে ১২ টার দিকে বর্ণাঢ্য শোভাযাত্রা কামারখন্দ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিজয় শোভাযাত্রাটি কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সেলিম রেজা’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সিরাজগঞ্জ২ (সদর-কামারখন্দ) আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের এমপি প্রার্থী ড. জান্নাত আরা তালুকদার হেনরী শোভাযাত্রাটি উদ্বোধন করেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে. এ. হোসেন আলী হাসান।
এই সময় উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমুল কুমার দাস,
জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ নাসির, সদস্য বীরমুক্তিযোদ্ধা মিজানুর রহমান দুদু, সদস্য জিহাদ আল-ইসলাম জিহাদ, কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন , সিরাজগঞ্জ পৌর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল করিম মুন্সি, সিরাজগঞ্জ জেলা যুব মহিলা লীগে সাধারণ সম্পাদক আফরিন মায়া, কামারখন্দ ভদ্র ঘাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক খাঁন প্রমুখ।