শিরোনামঃ
কাশিমপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি,যুবক কারাগারে
গাজীপুর মহানগরীর কাশিমপুরে পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ) রাত ১২টার দিকে লস্করচালা তিন রাস্তার মোড় এলাকায় অটোরিকশা থেকে চাঁদা তোলার সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক কিশোরগঞ্জের জেলার কুলিয়ারচর থানার বড়চারা গ্রামের আব্দুর রশিদের ছেলে জাহাঙ্গীর মিয়া।
পুলিশ জানায় ‘আমরা গোপন মাধ্যমে জানতে পারি, কাশিমপুর থানার লস্করচালা তিন রাস্তার মোড়ে এক যুবক পুলিশ পরিচয়ে অটোরিকশা থেকে চাঁদাবাজি করছে। পরে আমরা অভিযান চালিয়ে হাতেনাতে চাঁদাবাজির সময় তাকে গ্রেপ্তার করি। এ সময় তার কাছ থেকে পুলিশ লেখা একটি রিফ্লেকটিং ভেস্ট, শার্টের বাম হাতে PBI লোগো থাকা এক সেট পুলিশের ইউনিফর্ম, একটি নেভি ব্লু কালারের পুলিশের প্যান্ট, একজোড়া অক্সফোর্ড সু, একটি কালো রঙের পুলিশের কাপড়ের বেল্ট, টি মোবাইল ফোন, একটি ১২৫ সিসি মোটরসাইকেল, একটি বাংলাদেশ পুলিশের নেভি ব্লু রঙের হ্যাভারস্যাক ব্যাগ ও একটি প্লাস্টিকের খেলনা পিস্তল জব্দ করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন কাশেমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, সৈয়দ রাফিউল করিম জানান ‘গ্রেপ্তার হওয়া জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি দুই মাস আগে ওই এলাকায় বাসাভাড়া নেন। জাহাঙ্গীর বিভিন্ন রোডে পুলিশের ইউনিফর্ম পরে চেকপোস্ট বসিয়ে গাড়ি থেকে চাঁদা তুলতেন। তার বিরুদ্ধে একটি মামলা হয়েছে। শুক্রবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর