শিরোনামঃ
কাশিমপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে মোজাম নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১৯ অক্টোবর) সকাল ১১টার সময় কাশিমপুরের সারদাগঞ্জ তাঁতীপাড়ার একটি গাছ থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।
নিহত মোজাম পাবনা জেলার বেড়া থানার হাটুরিয়া গ্রামের মোকলেছের ছেলে। সে তার পরিবারের সঙ্গে কাশিমপুরে সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায় একলাসের বাড়িতে ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করত।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ তাঁতীপাড়া এলাকায় বাঁশ বাগানের একটি গাছে গলায় কাপড় প্যাঁচানো যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে কাশিমপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল এসে লাশ উদ্ধার করে। কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ রাফিউল করিম বলেন, খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর