শুক্রবার, ১৬ মে ২০২৫, ০১:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বেনাপোল কাস্টমস হাউজে কলম বিরতির দ্বিতীয় দিন, আমদানি-রপ্তানি স্বাভাবিক ঠাকুরগাঁওয়ে চায়ের মান বৃদ্ধির লক্ষে চা চাষিদের সাথে আলোচনা সাভার আশুলিয়ায় রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ বেনাপোলে নুর মোহাম্মদের ফেনসিডিল মামলায় তিন বছরের কারাদণ্ড ভাঙ্গুড়ায় কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস সেমিনার অনুষ্ঠিত কাজিপুর ১ মামলায় ১১ জন আটক কাজিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু আশুলিয়ায় তারেক রহমানের ঘোষিত রাষ্ট কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ভারতের পেট্রাপোলে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত শার্শায় ৩০ মামলার আসামি আনোয়ার ওরফে আইনাল গ্রেপ্তার

কুড়িগ্রামে রমজান উপলক্ষ্যে বাজারে বাজারে ভোক্তা অধিকারের সচেতনতামূলক প্রচার প্রচারণা

রিপোর্টারের নাম : / ১২৩ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২২ মার্চ, ২০২৩

বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এবং কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের সহযোগিতায় ২২ মার্চ (বুধবার) কুড়িগ্রামের জিয়া বাজার, আদর্শ পৌর বাজারসহ বিভিন্ন বাজারে রমজান উপলক্ষ্যে ভোক্তা এবং ব্যবসায়ীগণের মধ্যে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। রশিদমূলে পন্য ক্রয়বিক্রয় করতে, মূল্য তালিকা প্রদর্শন করতে, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রয় না করতে ব্যবসায়ীগণকে নির্দেশনা প্রদান করা হয় এবং ভোক্তা সাধারণকে যাচাই-বাছাই করে পন্য ক্রয়ের পরামর্শ প্রদান করা হয়। এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তরের এ সংক্রান্ত লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয় এবং হ্যান্ডমাইকে প্রচার প্রচারণা চালানো হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি বিপণন কর্মকর্তা মো: শাহীন আহমেদ, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সিনিয়র সহসভাপতি অলক সরকার, বিভিন্ন বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এই প্রচার প্রচারণায় অংশগ্রহণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুড়িগ্রাম জেলা কার্যালয় এর সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান জানান, সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অভিযান অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর