শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

কোনাবাড়ীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেন জিএমপি ভারপ্রাপ্ত কমিশনার 

নিজস্ব প্রতিবেদক / ৩১৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায়  মন্দিরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন  জিএমপির ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার জাহিদুল হাসান।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টার সময় কোনাবাড়ি থানাধীন বাইমাইল পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তিনি পূজা মণ্ডপ কমিটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা বিষয়ে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ সহযোগিতার কথা ব্যক্ত করেন ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার।
এছাড়াও প্রত্যেকটি পূজা মণ্ডপে পুলিশ এবং আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান করে যাচ্ছেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, জিএমপির উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর) মোঃ রবিউল হাসান,কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন, মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তর) পুলিশ পরিদর্শক মো: মালেক খসরু খানসহ আনসার বাহিনীর সদস্যরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর