শিরোনামঃ
কোনাবাড়ীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে গত এক মাসের বকেয়া বেতনের দাবিতে আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছে পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার (১১ নভেম্বর) সকাল ৮ টা থেকে মহানগরীর কোনাবাড়ী থানাধীন স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা পল্লী বিদ্যুৎ দশতলা আঞ্চলিক সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
পুলিশ জানাযায় গেল অক্টোবর মাসের বেতন এ মাসের ১০ তারিখে দেওয়ার কথা ছিলো। কিন্তু কর্তৃপক্ষ ১০ তারিখে বেতন দিতে অপারগতা প্রকাশ করলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। গতকাল দুপুরে পর তারা কাজ বন্ধ করে দেয়। আজ সকাল ৮ টার সময় এসে কাজে যোগ না দিয়ে পল্লী বিদ্যুৎ সড়ক অবরোধ করে রেখেছে পোশাক শ্রমিকরা। কর্তৃপক্ষ বলছেন ১৪ নভেম্বর এর আগে বেতন দেওয়া সম্ভব হবেনা। কিন্তু শ্রমিকরা কেউ এ কথা শুনছেননা।
শ্রমিকরা বলেন,প্রতিমাসের দশ তারিখে বেতন দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ বেতনের সময় হলে তালবাহানা শুরু করে। তারা বলেন,বেতন না দিলে আমরা কাজে যোগ দিবোনা।
এ বিষয়ে জানতে স্বাধীন গার্মেন্টস এর প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ এর মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি।
অন্যদিকে বাইমাইলে কাশেম ল্যাম্পস কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, নাইট বিলসহ দশ দফা দাবি আদায়ে বিক্ষোভ করছে।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম জানান, বকেয়া বেতনের দাবিতে স্বাধীন গার্মেন্টস এর শ্রমিকরা রাস্তা অবরোধ করেছেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর