শিরোনামঃ
কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে আগুনে পুড়ে স্বামীস্ত্রীর মৃত্যু হয়েছে । শনিবার (১৭) ডিসেম্বর) সকাল সাড়ে ৫ টার দিকে কোনাবাড়ি জরুন এলকার শুকুর সিকদার বাড়িতে ওই দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ উদ্দিন।
নিহতরা হলেন, নীলফামারীর ডোমরা থানার নুরি ইসলামের মেয়ে নাসরিন আক্তার(৩৬)। সে কাশিমপুরে তাসনিয়ায় সুয়িং অপারেটর হিসেবে কাজ করতেন। অপরজন নীলফামারী ডিমলা থানার ডাঙ্গার হাট গ্রামের মোহাম্মদ আলীর ছেলে সুফিয়ান রহমান(৩৮)। তারা পরস্পর স্বামী -স্ত্রী। তাদের ঘরে দুটি ছেলে সন্তান রয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুকুর শিকদারের ছয়তলা ভবনের নিচতলাতে ভাড়া থাকতেন ওই দম্পতি। বাড়ির নিরাপত্তার দায়িত্বে থাকা প্রহরী ওই রুমে আগুনের ধোয়া দেখতে পায়। পরে তার চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে শাবল দিয়ে ঘরের দরজা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনে। এদের মধ্যে একজন ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ ও সিআইডি এসে আলামত সংগ্রহ করছেন।
নিহত নাসরিনের ভাই নজরুল ইসলাম বলেন, ওদের মধ্যে মাঝেমধ্যে ঝগড়া হতো। গত কয়েকদিন আগেও এসে তাদের ঝামেলা মিটিয়ে গিয়েছে। বোনটা জীবনেও সুখ পেল না। এভাবে কষ্ট করে মারা গেলে। কোনভাবেই মেনে নিতে পারছি না।
কোনাবাড়ি থানার ওসি জানান, আমরা ঘটনাস্থলে এসেছি, সিআইডিও ঘটনাস্থলে এসেছে। আমরা আলামত সংগ্রহ করছি। বিস্তারিত পরে জানানো হবে।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর