সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
আন্তর্জাতিক পশ্চিমবঙ্গ ও খুলনা সড়ক সম্প্রসারণের দাবি বিজেপির, কারণ কী কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি গ্রেফতার  থানার পাশে কলেজ ছাত্র হত্যা,পুলিশ সদস্য গ্রেফতার কালিয়াকৈরে শেখ হাসিনা মোজাম্মেলসহ ২১৭ জনের বিরুদ্ধে দুইটি হত্যা মামলা নরসিংদী কারাগার থেকে লুট হওয়া শটগান ও চায়নিজ রাইফেলের ম্যাগজিন উদ্ধার নরসিংদীতে অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে পুলিশী অভিযান ঠাকুরগাঁওয়ে কৃষকদলের বর্ধিত সভা,তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি সলঙ্গায় বিএনপির সংবাদ সম্মেলন কা‌লিয়াকৈরে গভীর রাতে জ‌মি জবর দখ‌লের অ‌ভি‌যোগ চট্টগ্রামে শিপইয়ার্ডে বয়লার বিস্ফোরণ দগ্ধ ১০

কোনাবাড়ীতে তীব্র গ্যাস সংকট, গৃহিণীদের লাকড়িই একমাত্র ভরসা 

নিজস্ব প্রতিবেদক, গাজীপুরঃ / ১৭৯ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ১৭ আগস্ট, ২০২২

গাজীপুরের কোনাবাড়ীতে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে আবাসিক গ্রাহকদের ভাগান্তির পাশাপাশি ও শিল্প কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে। তাই বাদ্য হয়ে আবাসিক গ্রাহকদের মাটির তৈরি চুলা এবং গ্যাস সিলেন্ডারে রান্না করতে হচ্ছে। সপ্তাহজুড়েই কোনাবাড়ী এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানান এলাকার বাসিন্দারা।
কোনাবাড়ী এলাকায় প্রায় অর্ধশতাধিক শিল্প কলকারখানায় পণ্য উৎপাদনে গ্যাস ব্যাবহার করে থাকে। গত ৫/৬ দিন ধরে কোনাবাড়ী উত্তর পাড়া,আমবাগ,কুদ্দুছ নগর,হরিণাচালা, বাইমাইল,দেওলিয়াবাড়ী,জরুনসহ পুরো এলাকায় গ্যাসের
তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। অধিকাংশ এলাকায় কখনো গ্যাসের চুলা জ্বলছে, কখনো জ্বলছেনা।আবার কখনো জ্বছে নিভু নিভু করে। এতে গৃহিণীদের বিপাকে পড়তে হচ্ছে।
সরজমিনে গিয়ে দেখা যায় গত ৫/৬ দিন ধরে গ্যাস
না থাকায় মাটির চুলা ও গ্যাস সিলেন্ডারে রান্না করছে। কথা হয় কোনাবাড়ী উত্তর পাড়ার শরিফুল ইসলাম এর সাথে। তিনি বলেন,ভোর বেলা থেকেই গ্যাস চলে যায় সারাদিন আর আসেনা। রাত ৯ টা দশটা সময় একটু একটু আসতে থাকে। হোটেল থেকে খাবার কিনে ক্ষেতে হচ্ছে। সকালে ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়। অনেক সময় না খেই চলে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,জানিনা এজ্বালা কতদিন সয্য করতে হয়।
হরিণাচালা এলাকার হাসান ভান্ডারী বলেন,যেমনি গ্যাসে জ্বালায় তেমনি বিদ্যুৎ। সকালে কোনাবাড়ী বাজারে সিলেন্ডার কিনতে যাইয়া মাথা গরম হইয়া গেছে। ১৪০০ টেহা চায়। গ্যাস না থাকার কারণে পরিবারের সবাইরে কষ্ট করতে হইতাছে।
দেওলিয়াবাড়ী এলাকার রফিকুল ইসলাম বলেন, আমি প্রাইভেট কোম্পানিতে চাকুরী করি। গত কয়েকদিন দইরা গ্যাস নাই। কহন আসে কহন যায় টের পাইনা। পোলাপান নিয়া খাওয়া কষ্ট অইতাছে। যে টেহা বেতন পাই সিলেন্ডার গ্যাস কিনমু কেমনে। অনেক সময় রুটি কলা খাই।
এ ব্যাপারে কথা হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কালিয়াকৈর চন্দ্রা জোনের সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) সাইজুল ইসলামের সাথে তিনি  বলেন,কালিয়াকৈর এর মৌচাকে গ্যাস লাইনে বড় লিকেজ থাকার কারণে মেইন লাইন বন্ধ করে রাখা হয়েছে। কবে নাগাদ ঠিক হবে জানতে চাইলে তিনি বলেন, উর্ধ্বতন কর্তপক্ষ বলতে পারবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর