শিরোনামঃ
কোনাবাড়ীতে ভারতীয় জাল রুপিসহ আটক-৩
গাজীপুরের কোনাবাড়ীতে ভারতীয় জাল রুপিসহ তিনজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে নগরীর কোনাবাড়ী কাশিমপুর আঞ্চলিক সড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন।
আটককৃতরা হলেন,কুড়িগ্রাম জেলার কচাকাটা থানার ছ্যাং ছেঙ্গি গ্রামের মোঃ স্বপন মিয়ার ছেলে
মোঃ মিজান (২৮),পাবনা জেলার ফরিদপুর থানার
পাছপুঙ্গুলি গ্রামের নবী প্রমানিকের ছেলে মোঃ সজিব রাজ (২৮) এবং পঞ্চগড় জেলার সদর থানার বোয়ালমারী (রুহিলাপাড়া) গ্রামের মৃত রাসেল ফরাজীর মেয়ে কেয়া মীর্জা( তৃতীয় লিঙ্গ)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কোনাবাড়ী থানাধীন কাশিমপুর আঞ্চলিক সড়কের বৃষ্টি হোটেলের সামনে থেকে তিনজনকে ভারতীয় জাল রুপিসহ আটক করে। প্রথমে পুলিশ এর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ২ হাজার ভারতীয় জাল রুপি মূল্যের ৮৯ টি জাল নোট উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,দীর্ঘদিন ধরে একটি চক্র ভারতীয় রুপির বাণিজ্য করে আসছিলো। তিনি বলেন,এখবর জানতে পেরে কোনাবাড়ী থানার এ এস আই রুহুল আমিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটকৃতরা জরুন এলাকায় বাসাভাড়া করে থাকতো।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওই পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর