সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন

কোম্পানীগঞ্জে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ

কামরুল হাসান রুবেল-স্টাফ রিপোর্টার: / ১৯১ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

কোম্পানীগঞ্জে মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরন করা হয়েছে৷

শনিবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় চরহাজারী ইউনিয়নের আবুমাঝির হাট এ সাইদিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এই নগদ অর্থ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷
কোম্পানীগঞ্জ পূর্ব অঞ্চলের ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০২৩ সালে এসএসসি সমমান পরিক্ষায় অংশগ্রহণ করবে এমন ৩০জন পরিক্ষার্থীদের নগদ দুই হাজার করে প্রধান করা হয়৷ মরহুম বেলায়েত হোসেন সোহাগ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মোহাম্মদ উল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ নুর আহম্মদ এর সন্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং চরহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ জেড এম মহি উদ্দিন সোহাগ৷
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক মোঃ আবুল হোসেন,বেলায়েত হোসেন সৃতি ফাউন্ডেশনের সহ- সেক্রেটারি আবুল কাশেম বিএসসি, পরিক্ষা নিয়ন্ত্রক মাওলানা আবদুল মালেক, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আবদুল্লাহ আল মামুন, মাহফুজ আলম, চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা ফরিদ উদ্দিন নূরি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এতে উপস্থিত ছিলেন৷ এতে মরহুম বেলায়েত হোসেন সোহাগ এর মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর