খোকশাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত
“স্বাস্থ্য সেবার অগ্রগতি, মিল্লাত মুন্না অগ্রগতি এ শ্লোগান নিয়ে ” সার্বজনীন স্বাস্থ্য সেবা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জের খোকশাবাড়ীতে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। স্বাস্থ্য সেবা বিভাগ সিরাজগঞ্জ ও স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশন ঢাকা’র আয়োজনে শনিবার (২১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার ৫ নং খোকশাবাড়ী ইউনিয়নে বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠানে ভিডিও চিত্র প্রদর্শন, চিকিৎসা সেবা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, সিরাজগঞ্জ -(২) সদর-কামারখন্দ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না। তিনি তার বক্তব্যে বলেন, বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন নিজ সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে করে আসছি। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করছি । যাতে জনগণ ভালো থাকে সুস্থ থাকে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন আঃলীগের সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রাশীদুল হাসান রশিদ মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আব্দুল হাকিম, জেলা পরিষদের সদস্য মোঃ একরামুল হক একরাম, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাঃ নিজাম উদ্দিন, সিরাজগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজগঞ্জ সদর এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদ সিরাজগঞ্জ (স্বাচিপ) ডাঃ জাহিদুল ইসলাম হীরা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, স্বাস্থ্য সুরক্ষা ফাউন্ডেশনের পরিচালক ডাঃ মোঃ রফিকুল ইসলাম। এসময়ে খোকশাবাড়ী ইউনিয়ন আঃলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ, বানিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চিকিৎসা সেবা নিতে আসা সুবিধা ভোগীরা উপস্থিত ছিলেন।