গাইবান্ধা-৫ উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা রিপন
গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে নৌকার মনোনয়ন পেয়েছেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। আজ সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি বোর্ডের সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।
বোর্ডের একাধিক সদস্য রিপনের মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। এতে বোর্ডের অধিকাংশ সদস্যই উপস্থিত আছেন। আজকের বৈঠকে ৬১ জেলার চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে।
গাইবান্ধা-৫ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী ২৩ জুলাই যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১২ অক্টোবর এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।