গাঙ্গে নতুন পানি
গাঙ্গে নতুন পানির জোয়ার এলো
গাঙ্গে নতুন পানি দেখে পাড়ার সকল
গ্যাদা গ্যাদি লাইব্যার লাইগ্যা গেলো।
মা বলে যাসনে গ্যাদা নতুন পানিতে লাইব্যার লাইগ্যা
গাঙ্গ এখন কানায় কানায় ভরা
যাবি গ্যাদা তুই ডুবিয়ে,
খুঁজে তোমায় পাবো নাকো হারিয়ে যাবি অনেক দূরে।
তুই কি গ্যাদা শুনিস নি যে
গাঙ্গের নতুন পানিতে লাইব্যার গিয়া
পাশের বাড়ির সেলিমের গায়ে এসেছে জ্বর
তোর গ্যাদা জ্বর এলে মনে লাগে আমার অনেক ডর।
নতুন পানিতে লাইব্যার গেলে জ্বর আসবে এখনি
ওষুধ পানিতেও কুলাইবো না তুই যে আমার যাদুমনি।
যাসনে গ্যাদা ঐ গাঙ্গে মরল কতো লোক
তুই যে গ্যাদা মরে গেলে আমি পাবো অনেক শোক।
লেখক:
মোঃ রফিকুল ইসলাম হৃদয় এস আর সাগর