গাছা বিএনপির সভাপতি গ্রেফতার
গাজীপুর মহানগরীর গাছে থানা বিএনপির সভাপতি আসাদুর রহমান আসাদকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ই ডিসেম্বর) রাতে অন্তর্ঘাত ও নাশকতামূলক মামলার তাকে গ্রেফতার করে গাছা থানা পুলিশ। বিষয়ক নিশ্চিত করেছেন গাছা থানার ওসি ইব্রাহিম হোসেন। গ্রেফতারকৃত আসাদ গাছা থানাধীন ৩৭ নং ওয়ার্ডের সাবেক চেয়ারম্যান মৃত আব্দুল হাই এর ছেলে বড় ছেলে ও গাছা থানা যুবলীগের সভাপতি পদপ্রার্থী,৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুজ্জামান জুয়েল মন্ডল এর বড় ভাই।
শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের লিফলেট বিতরণকালে ২৯ নভেম্বর গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইদ্রিস খানসহ বিএনপি ও যুবদলের ৮ নেতাকর্মী গ্রেফতার হন।
পরে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অন্তর্ঘাত ও নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে গাছা থানায় বিএনপির ২৭ নেতাকর্মীর নামোল্লেখসহ অজ্ঞাত প্রায় আড়াইশ জনের বিরুদ্ধে মামলা করেন।
এ ব্যাপারে গাছা থানার ওসি মো. ইব্রাহিম হোসেন বলেন, অন্তর্ঘাত ও নাশকতামূলক মামলার পলাতক আসামি ছিলেন তিনি। বাসায় অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।