শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন

গাজীপুরের কাশিমপুরের মালেক গং এর বিরুদ্ধে জমি দখল অভিযোগ

জাহিদ হাসান জিহাদ গাজীপুর থেকেঃ / ১৫৮ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

কাশিমপুরের বারেন্ডা এলাকার ভূমিদস্যু মালেক গং দের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর নিয়ে জমির পাওয়া নেওয়া অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ওয়াজ উদ্দিন নামে এক বৃদ্ধা কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযুক্তরা হলেন, কাশিমপুর থানার সুরাবাড়ী এলাকার ৫নং ওয়ার্ডের আব্দুল বারেক মিয়ার ছেলে মো.মালেক (৩৮), মো.সালাম (৪০), মো.হাবেল (৪৫),মো.পাভেল (৪২)। ভুক্তভোগী ওয়াজ উদ্দিন মিয়া বলেন, কাশিমপুর থানাধীন বারেন্ডা মৌজার বারেন্ডা সি.এস -৪১নং খতিয়ানভূক্ত সি.এস ২৪৩ নং দাগে মোট- ৬৯৩ শতাংশ জমি আমরা ১৮ জন ওয়ারিশ সূত্রে মালিক হই। এবং দীর্ঘ দিন ধরে ভোগদখল করে আসতেছি। অভিযুক্তরা যোগ সাজসে দীর্ঘদিন যাবৎ উক্ত জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা করছে। উক্ত জমিটির নিয় আদালতে মামলা চলমান আছে। একপর্যায়ে অভিযুক্ত মালেক গংরা আমার স্বাক্ষর জালজালিয়াতির মাধ্যমে হুবাহু নকল করে প্রতারনার করে আমাদের ভোগদখলে থাকা জমির পাওয়ার নিজের দের নামে করে নেয় । গত ইং-০১/০৯/২০২২ তারিখ সকাল অনুমান ১০টার সময় আমি কাশিমপুর থানাধীন সুরাবাড়ী এলাকায় অভিযুক্তদের বাড়ীতে গিয়ে উক্ত জমির পাওয়ারে আমার স্বাক্ষর নকল করার বিষয়ে জিজ্ঞাসা করলে অভিযুক্ত মালোক গংরা উত্তেজিত হইয়ে যায় এবং আমাকে অকথ্য ও অশালীন ভাষায় গালিগালজ করাসহ মারধর করার চেষ্টা করে । বিবাদীগণ বলে যে, এই ব্যাপারে কাউকে জানাইলে বা বেশি বাড়াবাড়ি করিলে আমাকে খুন করে ফেলবে বলে হুমকি প্রদান করে। মালেক গংরা প্রতারনা করে উক্ত জমির পাওয়ারে আমার স্বাক্ষর হুবাহু নকল করে জমি দখলে করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, মো.মালেক, মো.সালাম, মো.হাবেল ও মো.পাভেল গংরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে সব সময় মরিয়া হয়ে থাকে। শান্তি প্রিয় এই এলাকায় জমি দখল,চাঁদাবাজি ও সুদ ব্যবসার মতো ঘৃণ্য ব্যবসা পরিচালনা করে এলাকাবাসী কে করে দিচ্ছে সর্বস্বান্ত।
অভিযোগের বিষয়ে কাশিপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করিম বলেন , জাল-জালিয়াতির মাধ্যমে স্বাক্ষর নিয়ে জমির পাওয়ার নেওয়ার বিষয়ে থানায় একটি অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর