শিরোনামঃ
গাজীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার-৪
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন বিভিন্ন এলাকা থেকে ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা পৌনে ৭ টা সময় চান্দনা বুড়ীর মোড় এলাকা হতে আলমগীর হোসেন (২৫) ও মোঃ সুমন (১৯) কে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে তাদের দেওয়া তথ্যমতে রাত সাড়ে ৮ টা সময় বাসন থানাধীন যোগীতলা হইতে মাদক ব্যবসায়ী
মুন্না(৩০) এবং মোঃ আল আমিন (৩২) কে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মালেক খসরু খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে বাসন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তাদের বিরুদ্ধে একাধিক মামলা চলমান আছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর