শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন

গোমস্তাপুরের মহানন্দা নদীতে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

রিপোর্টারের নাম : / ৬৮ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১ অক্টোবর, ২০২৩

কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার,মহানন্দা নদী থেকে অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার কর‌েছে গোমস্তাপুর থানা পুলিশ।

রবিবার (১ অক্টোবর) দুপুর ১টায় উপজেলার চৌডালা ইউনিয়নের বালু টঙ্গী গ্রামের মহানন্দা নদীতে চেয়ারম্যানের ঘাট নামক স্থানে, একজন অজ্ঞাত মহিলার মৃতদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় লোকজন, পারে স্থানীয়রা গোমস্তাপুর থানা পুলিশকে খবর দেয়।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান জানান, মৃতদেহ টি কেউ শনাক্ত করতে পারছেন না। ধারণা করা হচ্ছে অজ্ঞাতনামা কোন স্থান হইতে মৃতদেহ টি নদীর স্রোতে ভেসে এসেছে। অজ্ঞাতনামা মহিলার লাশ উদ্ধার করে থানা নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হবে। তবে অজ্ঞাত মহিলা কীভাবে মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর জানা যাবে। বিষয়টি তদন্ত চলছে। ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে বলে তিনি জানান। এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর