গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনের রাস্তায় শুভ জন্মদিনের ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান, বাদ মাগরিব শুভ জন্মদিনের , কেক কর্তন, রহনপুর মাস্টার পাড়া তরুণ সংঘ আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্ট পুরষ্কার বিতরণ ও দোয়া খায়ের এবং সবার জন্য মিষ্টি বিতরণ করা হয়।
বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে গোমস্তাপুর উপজেলা কলোনি মোরস্থ আওয়ামীলীগ কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন পালন করা হয়। সাবেক সংসদ সদস্য ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মামুন- অর রশিদ, রহনপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (সাবেক) মেয়র
গোলাম রাব্বানী বিশ্বাস, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন, জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাবিহা শবনম কেয়া, উপজেলা আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম টাইগার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মমিন বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের (সাবেক) সভাপতি কাওসার আলী সাগর, উপজেলা ছাত্রলীগের (সাবেক) সাধারণ সম্পাদক মুক্তাদির বিশ্বাস,
রহনপুর পৌর ছাত্র লীগ সভাপতি এন্তাজুল হক, বাঙ্গাবাড়ী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা একরামুল হক, বোয়ালিয়া ইউনিয়নের আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য রমজান আলী প্রমূখ।