গোমস্তাপুরে মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মেধা অন্বেষণ প্রতিযোগিতা – ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর ) সকাল ১১টা থেকে উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের সহযোগিতার ও বাংলাদেশ এডুকেশন এন্ড ইয়ুথ ডেভলপমেন্ট অর্গানাইজেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রহনপুর পৌর মেয়র মোঃ মতিউর রহমান খাঁন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নূহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক মের্সাস নজরুল অটো রাইস মিলের মোঃ খাদিমুল ইসলাম, কান্ট্রি ডিরেক্টর এসভেনটেক্স এশিয়া লিঃ এম ফেরদৌস, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ সাত্তার বিশ্বাস, গাজীউদ্দিন ও প্রভাষক মুঃ মিজানুর রহমান প্রমূখ।
বিকেল ৩ টার দিকে অতিথিগণ মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরুস্কার তুলে দেন।