সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৯:১০ পূর্বাহ্ন

গোমস্তাপুরে সন্ধ্যার পরেই আকাশে হঠাৎ অদ্ভুত আলোর চমক

কবির হাসান,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ / ১৫০ বার পড়া হয়েছে।
সময় কাল : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে সন্ধ্যার পরে আকাশে হঠাৎ অদ্ভুত এক আলোক রশ্মি দেখা গেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার বিভিন্ন স্থান থেকে এ রশ্মি দেখা যায়। যার স্থায়িত্বকাল ছিল ৪০ থেকে ৫০ সেকেন্ড।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এই অদ্ভুত আলো দেখার কারণে এসময় অনেকে হতবাক হয়ে পড়েন। হঠাৎ করে এমন রশ্মি দেখে অনেকের মনে প্রশ্ন, ভীতি ও কৌতূহল সৃষ্টি হয়। তাৎক্ষণিক ওই আলোকরশ্মির ছবি ও ভিডিও ধারণ করে ফেসবুকে দিয়েছেন অনেকেই। অনেকে জানিয়েছেন তাদের অনুভূতি।
জেলার অসংখ্য লোকজন বলে‘জীবনে এই প্রথম আকাশে এমন কিছু দেখলাম। জানি না এটা কি।

এ ব্যাপারে জেলা আবহাওয়া অফিসের সংশ্লিষ্টরা জানিয়েছেন,মেঘ ও সূর্যের রশ্মির ফলে এমন আলোক রশ্মির দেখা মিলতে পারে। তবে এতে আতঙ্কের কোনো কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর