সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন

গোমস্তাপুরে হঠাৎ চিত্রনায়িকা মাহিয়া মাহি

কবির হাসান, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ / ১০৪ বার পড়া হয়েছে।
সময় কাল : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি বলেছেন, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন সংগ্রহ করব। তাই আপনাদের এলাকার মেয়ে হিসেবে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার জন্য ও নৌকার জন্য দোয়া করবেন। যেন এই আসনে নৌকার জয় হয়।

তিনি মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর পৌর এলাকার ডাকবাংলোর সামনে এক পথসভায় এসব কথা বলেন।

তিনি বলেন, আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগ কার্যালয় থেকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করব। যদি আমি মনোনয়ন পায়। সবাই আমার পাশে থাকবেন। আমি আপনাদের এলাকার মেয়ে আমি। তাই আপনাদের কাছে আমার অধিকার রয়েছে। আর যারা আমার সামনে দাঁড়িয়ে আছেন, সবাই মেয়ে মানুষ আর আমিও মেয়ে মানুষ। আপনারা নিশ্চিয় মেয়ের সঙ্গেই থাকবেন।

এ সময় গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাহিয়া মাহির স্বামী রাকিব সরকারকে পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এর আগে রাজধানীর গোলাপবাগ মাঠে বিভাগীয় গণসমাবেশ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন বিএনপির সাত সংসদ সদস্য।

ফলে অন্য এলাকার মত চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, ভোলাহাট, নাচোল) আসন শূন্য ঘোষণা করেছে নির্বাচন কমিশন। গত ১১ ডিসেম্বর সংসদের স্পিকারের নিকট বিএনপি দলীয় ৬ জন সংসদ সদস্য পদত্যাগপত্র জমা দেন। পরদিন জাতীয় সংসদ সচিবালয় থেকে তাদের আসন শূন্য ঘোষণা করা হয়। ফলে ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা থেকেই নির্বাচন কমিশন দেশের ৫ আসনে উপনির্বাচন ঘোষণা করে ১ ফেব্রুয়ারি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর