গোমস্তাপুর উপজেলা উদ্দ্যোক্তা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত
চাকুরী করবো না চাকুরী দিব এই প্রতিপাদ্য সাথে নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উদ্দ্যোক্তা সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিনটি আয়োজন করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা টিম এর নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন।
গোমস্তাপুর সোলেমান মিঞা ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে (২৬ নভেম্বর) শনিবার দিন ব্যাপী চলে।
সম্মেলন অনুষ্ঠানটি পরিচালনা করেন,তরুন উদ্যোক্তা ফেরদৌস-উল-আলমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা সমন্বায়ক,সালাউদ্দিন বিশ্বাস,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোলেমান মিঞা ডিগ্রি কলেজের অধক্ষ্য মোঃমহসিন আলী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহরাম মিয়া,আজিজুল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা এ্যাম্বসেডর হাফিজুর রহমান, সাব্বির রহমান সহ,রাজশাহী- নওগাঁ-
শিবগঞ্জ-ভোলাহাট-নাচোলের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ তাদের পন্য মধু, বিরিয়ানি মসলা,হালিম মিক্সি মসলা, তিলের তৈল,সূর্য মূখীর তৈল, চায়ের গুড়ো মসলা,অর্গানিক চুলের তৈল,নকশী কাঁথা,নকশী পিঠা, শীতের পোশাক,চিয়াসীড খাঁটি গুড়া মসলা ইত্যাদি প্রদর্শনী করেন।
প্রথম পর্ব শেষে পুরষ্কার বিতরণ ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য,প্রথম পর্বে উদ্দোক্তারা তাদের সংগঠনের শপথ বাক্য পাঠ করেন ও জাতীয় সংগীত পাঠ করেন। উক্ত ফাউন্ডেশনের কার্যক্রম বাংলাদেশ সহ প্রায় ৬০ টি দেশে পরিচালিত হচ্ছে।