ঘুড়কা ইউনিয়ন আ’লীগের আহ্বায়ক কমিটি গঠন
সিরাজগঞ্জের সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে সলঙ্গা থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব রায়হান গফুর ও সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদন করা হয়।
কমিটিতে কে এম আহসান হাবিব আসলাম কে আহবায়ক, তপন কুমার রায়কে যুগ্ন আহবায়ক ও মো: শরিফুল ইসলাম রোকনকে যুগ্ন আহবায়ক করে আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
দীর্ঘ প্রতিক্ষিত ঘুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটি ঘোষনার পর তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে দেখা যায়।
সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান লাভু এ সত্যতা নিশ্চিত করে জানান,ঘুড়কা ইউনিয়নের আ’লীগের তৃণমূলকে শক্তিশালী করতে ত্যাগী ও পরিক্ষিতদের মূল্যায়ন করে নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে।
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়,বাংলাদেশ আওয়ামীলীগ সিরাজগঞ্জ জেলা শাখার পরামর্শত্রুমে সলঙ্গা থানা আওয়ামীলীগের কার্যকারি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঘুড়কা ইউনিয়ন শাখার বর্তমান কমিটি বিলপ্ত ঘোষণা করা হল।সেই সাথে ৩ মাসের জন্য নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হল।