চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোন কেড়ে নিল-১ কিশোরের প্রাণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মোবাইল ফোন কেড়ে নেওয়ায় মায়ের উপর অভিমান করে শাহ আলম (১৭) নামের এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
সে রহনপুর পৌর এলাকার পুরাতন প্রসাদপুর (কাঁঠাল মোড়) গ্রামের মোঃ কাবির আলীর ছেলে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমাস আলী সরকার জানান, রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সারে ৭টার দিকে শাহ আলমের মা তাকে বাড়ীর কাজের কথা বলে।
তখন শাহ আলম মোবাইল ফোন টিপতেছিলো। তার মা শাহানা বেগম শাহ আলমের হাত থেকে মোবাইল ফোন কেড়ে নিলে শাহ আলম অভিমান করে নিজ শয়নকক্ষে ঢুকে লোহার দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সহিত গলায় গামছা পেচিয়ে ফাঁস দেয়। পরে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এ ব্যাপরে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা হয়েছে।