বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৬ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধের আত্মহত্যা

কবির হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: / ১২৮ বার পড়া হয়েছে।
সময় কাল : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গলায় ফাঁস দিয়ে তোফজুল( ৬৫) নামে এক বৃদ্ধ আত্নহত্যা করেছে।

বৃহস্পতিবার ( ৮ সেপ্টেম্বর) বিকেলে ৪ টার দিকে রহনপুর পৌর এলাকার পিড়াশন মহল্লার তার বাড়ির নিজ শয়ন কক্ষে ঘরের তীরের সাথে প্লাস্টিকের দড়ি দিয়ে আত্মহত্যা করে পরে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সে ওই এলাকার মৃত হাসিমুদ্দিনের ছেলে ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, বৃহস্পতিবার বিকেলে এলাকাবাসী তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ঘটনার পর থেকে তার ছেলে ও বৌমা পলাতক রয়েছে বলে স্থানীয়রা জানায়।

এদিকে, ওই বৃদ্ধের মেয়ে জানায়,তার বাবা ও ভাইয়ের সাথে প্রতিনিয়ত ঝগড়া লেগেই থাকতো। সেই অভিমানে হয়তো তার বাবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানোর জন্য থানায় নেয়া হয়েছে। এব্যাপারে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। পুলিশ আরো জানান, ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা উৎঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

এক ক্লিকে বিভাগের খবর