চাঁপাইনবাবগঞ্জে সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলায় সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় স্থানীয় উৎসব কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুনের সভাপতিত্বে
এ সময় আরো বক্তব্য দেন সাবেক সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি জিয়াউর রহমান, সাবেক সাংসদ সদস্য ও উপজেলার আওয়ামীলীগের সভাপতি,গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন রেজা, রহনপুর পৌর মেয়র আলহাজ্ব মতিউর রহমান খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান নুহু,উপজেলা প্রাণী সম্পাদ কর্মকর্তা ডাঃ কাওসার আহমেদ, সহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তাগণ,বীর মুক্তিযোদ্ধাগন,শিক্ষক ও এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।