শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

জয়পুরহাটে লালন তিরোধান দিবস পালন

রিপোর্টারের নাম : / ৫৪ বার পড়া হয়েছে।
সময় কাল : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

সুলতান মাহমুদ, জয়পুরহাট জেলা প্রতিনিধি: লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় শহরের ডাক্তার আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জেসমিন নাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও জেলা শিল্পকলা একাডেমির ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল বাইন।

আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা সংগীত সংস্থার সভাপতি মিনারুল ইসলাম, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু ও

জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি বাবু বকর সিদ্দিকসহ অনেকেই।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জান্নাতুল ফেরদৌস বেবী।

অনুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা লালন ফকিরের দর্শনভিত্তিক গান এবং নিত্য পরিবেশন করেন। দর্শকদের উপচে পড়া ভিড়ে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর