ঠাকুরগাঁওয়ে টাটা’র নতুন শো-রুম উদ্বোধন
মো: আসাদুজ্জামান ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে নিটল টাটা’র নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ফিতা কেটে শো-রুমের উদ্বোধন করেন প্রধান অতিথি নিটল মটরস এর সিইও (এক্সপ্রেস কোয়ালিটি এন্ড সাপ্লাই) মোস্তাক আহমেদ।
এফ.আলম মটরস এর আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নিটল মটরস এর সিবিও (এক্সপ্রেস কোয়ালিটি এন্ড সাপ্লাই) শহিদ আলম, আরএসএম(নর্থ বেঙ্গল) সাইদুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ি ও সমাজসেবক মোদাচ্ছের হোসেন,জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর, জেলা নাগরিক কমিটির সদস্য সচিব রুমেল হোসেন, এফ.আলম গ্রæপের চেয়ারম্যান লিফাত হোসেন প্রমুখ।
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বিভিন্ন পরিচালক, জেলার বিশিষ্ট ব্যবসায়ি, এফ.আলম মটরস এর বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নতুন এ শো-রুমের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষজনের সুবিধার্থে বিভিন্ন রকম সেবা প্রদান করা হবে বলে জানান অতিথিবৃন্দ।