রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী আসাদুল হাবিব দুলু আশঙ্কা মুক্ত

রিপোর্টারের নাম : / ৭ বার পড়া হয়েছে।
সময় কাল : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাট জেলা সমিতি ঢাকা এর প্রধান পৃষ্ঠপোষক, তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকাকালীন সময়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্তমানে তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকাস্থ সংসদ ভবন এর দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া এভিনিউ এ মানববন্ধন কর্মসূচিতে অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়। তাৎক্ষণিক ভাবে তাঁকে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে নেয়া হলে তাঁর শারিরীক অবস্থার উন্নতি ঘটে। পড়ে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে পর্যবেক্ষণে রয়েছেন। শনিবার (১৫ নভেম্বর) সকালে লালমনিরহাট জেলা বিএনপির  যুগ্ম সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক জানিয়েছেন, স্যার এখন সুস্থ আছেন, আশঙ্কা মুক্ত আছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই পর্যবেক্ষণ শেষ হলে স্যারকে রিলিজ দেওয়া হবে। তবে চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন।

এদিকে তাঁর অসুস্থতার খবর জানার পর দ্রুত সুস্থতা কামনায় লালমনিরহাটের বিভিন্ন সংগঠন ও নেতাকর্মীদের উদ্যোগে বিভিন্ন স্থানে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) বাদ আছর লালমনিরহাট জেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল, বাদ মাগরিব লালমনিরহাট জেলা শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর